
দেশজুড়ে প্রতিবাদ চলছে ধ”র্ষ”ণ ও নারী নি’র্যা’ত’নের বি’রু’দ্ধে। ধ”র্ষ”কের সর্বোচ্চ শা’স্তির দাবিতে অনেকে মানববন্ধনও করছেন। এবার ধ”র্ষ”ণের বি’রু’দ্ধে প্রতিবাদ করে মুখ খুললেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
তিনি আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। বি’ষা’দে ভরা সেই স্ট্যাটাসে জয়া লেখেন, ‘ছিঃ!
কীভাবে এই দৃশ্যটি আমি দেখি! ফোনে ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই নি’র্ম’ম নি’ষ্ঠু’র ভি’ডিও আমারই দেশে তৈরি, এও বিশ্বাস করতে হবে?
আমারই কোনো বোনকে লা’ঞ্ছ’না’য় ন’র’কের অ’তলে পৌঁছে দিচ্ছে আমারই পাশের বাড়ির এক ছেলে, এও আমাকে দেখতে হবে আমারই ভাইয়ের র’ক্তে ভে’জা লা’ল-সবু’জের দেশে?’
তিনি আরও লিখেছেন, ‘নি’ষ্পা’প শি’শু, সরল আ’দিবা’সী, বেড়াতে যাওয়া আনন্দিত স্ত্রী, ঘরের কোণে সংসারী মা- সবাই হয়ে যাচ্ছে ন’র’কে’র অ’ঙ্গা’রে পো’ড়া ছবি।
একের পর এক এই স’র্ব’না’শা ঢেউ কোথায় ভাসিয়ে নিচ্ছে আমাদের? তাহলে কি মেনে নিতে হবে, ধ”র্ষ”ণের অতি’মা’রিই আমাদের গন্তব্য?
না। এই পরিণতি আমরা কখনোই মেনে নেব না। এ যদি পৌ’রু’ষ হয়, তাকে আমি বলি, ছিঃ। সবাই কণ্ঠ মিলিয়ে চি’ৎকা’র করে বলি, ছিঃ। আর তুমি এই হৃদয়ে উঠে এসো, দুঃ’খি’নী বো’ন’টি আমার।’