
টলিউডের রচনা থেকে জি বাংলার দিদি নাম্বার ১ এর অ্যাঙ্কার সব দিকেই রচনা ব্যানার্জি অত্যন্ত জনপ্রিয়। ২০০০ সাল থেকে শুরু করে পরপর দিয়ে গিয়েছেন একের পর এক হিট ছবি।
করেছেন অমিতাভ বচ্চনের সঙ্গে এক ফ্রেমে চুটিয়ে অভিনয়। তারপরে সিনেমা জগৎ থেকে নিজেকে অনেকটা সরিয়ে নিলেও তিনি প্রত্যেক মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নিতে পেরেছেন জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ১ এর সঞ্চালিকা হিসাবে।
টানা ১০ বছর ধরে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন দিদি নাম্বার ১ কে। বর্তমানে এই টিভি শোটি বাংলার রিয়েলিটি শোয়ের জগতে অন্যতম বড়ো একটি শো। সঙ্গে রচনার সঞ্চালনা একেবারে তুখোড়।
তবে বয়সের গণ্ডি ৪৬ পেরোলেও তার গ্ল্যামার এখনও একই রয়েছে। আর দিদির এই গ্ল্যামারের পিছনে রহস্য হলো উচ্ছের রস। রচনা ব্যানার্জি নিজেই জানিয়েছেন যে তিনি প্রত্যেকদিন উচ্ছের রস পান করেন।
সম্প্রতি নিজের ৪৬ তম জন্মদিনে তাকে দেখা গিয়েছিল নিজের ভক্তদের সঙ্গে মুহূর্ত কাটাতে। তার বিভিন্ন লুকের মধ্যে একটি লোকের মনে বিশেষভাবে দাগ কাটে।
মাথায় গাদা ফুলের মালা পরে ‘ রানি মেরে সাথ, মাল ফুক ফুল লে ‘ গানে দুর্দান্ত নাচলেন তিনি। সোশাল মিডিয়ায় এই নাচ তুমুল ভাইরাল হয়।
দুর্গাপুজোর সময়েও তাকে দেখা গেছিলো অনেক ভিডিও শেয়ার করতে। এবারে তিনি এলেন একেবারে নতুন ভাবে। ইনস্টাগ্রাম রীলে একটি ভিডিও তুলে শেয়ার করলেন রচনা।
এখানে তিনি পরে আছেন একটি লাল রঙের টপ এবং তার চোখে আছে কমলা রোদচশমা। টাইগার শ্রফ, অনন্যা পান্ডে এবং তারা সুতারিয়া অভিনীত জনপ্রিয় হিন্দি ছবির গানে তাকে নাচতে দেখা গেলো।
স্টুডেন্ট অফ দা ইয়ার ২ সিনেমার ‘ হুক আপ ‘ গানে তাকে দেখা গেলো তার নাচের ঝলক প্রদর্শন করতে। নাচ দেখেই বোঝা যাচ্ছিল বেশ ফুরফুরে মেজাজেই আছেন দিদি।