
অভিনয়জগতে সাথে যুক্ত অভিনেতা এবং অভিনেত্রী রা চিরকালই তাদের অভিনয় দক্ষতার জন্য আমাদের মনের মনিকোঠায় চির-স্মরণীয় হয়ে থাকেন । কখনো কখনো শুধুমাত্র অভিনয় তার কারণ নয় তার পাশাপাশি বিভিন্ন সুপ্ত প্রতিভা আমাদের মনকে আকৃষ্ট করে ।
তাই অভিনয় জগতের পাশাপাশি সেই সমস্ত অভিনেতা এবং অভিনেত্রী রা আমাদের মনের মনিকোঠায় থেকে যায় চিরকাল । ঠিক সেরকমই একটি নাম হল নোরা ফাতেহি । কানাডিয়ান এই নোরা ফাতেহি হিন্দি চলচ্চিত্র জগতের পাকাপোক্তভাবে স্থান করে নিয়েছেন।
নোরা ফাতেহি কানাডিয়ান হলেও হিন্দি চলচ্চিত্রের তার অবাধ বিচ-রণ । শুধুমাত্র যে তিনি নিজেকে অভিনয় জগতের মধ্যে সীমাবদ্ধ রেখেছে এমনটা কিন্তু নয় ।
তার পাশাপাশি নোরা ফাতেহি মডেলিং গায়িকা এবং যথেষ্ট প্রতিভাবান একজন নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি পেয়েছে । বেশি সংখ্যক মানুষ তাকে তার নাচের জন্য চেনেন ।
বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন নাচের ভিডিও শেয়ার করে থাকেন তিনি তার অনুগামীদের সাথে। মুহূ-র্তের মধ্যে সেগু-লি হয়ে যায় ভাইরাল এবং বাড়িয়ে তোলে নিজের জনপ্রিয়তা।
স-ম্পূর্ণ পোশাক হোক বা স্বল্প পোশাকে নিজেকে একদম মানিয়ে গু-ছিয়ে নিতে নোরা ফাতেহি থেকে ভালো কেউ হয়তো জানেন না । কারণ কানাডিয়ান এই হিন্দি অভিনেত্রী স্ব-ল্পপোশাকে বিভিন্ন সময় ধরা দিয়েছেন বিভিন্ন মে-জা-জে ।
ঠিক সেরকমই একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখানো হয়েছে যে একদম স্ব-ল্পপোশাকে দু-র্ধ-র্ষ সুন্দর লু-ক এ নোরা ফাতেহি কে । সম্ভবত সেটি কোন ছবির প্রমোশনের অনুষ্ঠান ছিল।
তবে সেখানে যে শুধুমাত্র নোরা ফাতেহী উপস্থিত ছিলেন এমনটা কিন্তু নয় । তার পাশাপাশি উপস্থিত ছিলেন সি-দ্ধা-র্থ মালোত্রা পালাক মু-ছা-ল সহ আরও বিশিষ্ট অভিনেতা এবং অভিনেত্রী ।
ভিডিওর একটি দৃশ্য দেখা যায় যে সিদ্ধার্থ মালোত্রা এবং নোরা ফাতেহি আরো বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা একসাথে দাঁ-ড়িয়ে নিজেদেরকে ক্যামেরাব-ন্দি করছেন।
আর ঠিক সে রকম পরিস্থিতিতে সিদ্ধার্থ মালহোত্রা এবং নোরা ফাতেহি কে লাগছে অসম্ভব সু-ন্দর। মুহূ-র্তের মধ্যেই ভিডিও টি হয়েছে ভাইরাল এবং ন-জ-র কে-ড়ে-ছে নেটিজেনদের।