
আপনার চুল কি স্বাভাবিকের চেয়েও পাতলা? কিছুতেই লম্বা হয় না? সমস্যার সমাধান রয়েছে আপনাদের রান্নাঘরেই। তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজের সামান্য ব্যবহার আপনাকে এক থেকে দুমাসের মধ্যে এনে দিতে পারে এই সমস্যার সমাধান। কি করবেন আর কিভাবে ব্যবহার করবেন তা বিস্তারিত পড়ে নিন।
চুলের বৃদ্ধিতে পেঁয়াজের কামাল পেঁয়াজের নাম শুনেই চোখে জল! না আজকের টিপস এতটাই সহজ যে খুব সহজেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন।
উপকরণঃ
বড় সাইজের ৪টি পেঁয়াজ ১ লিটার জল কিভাবে ব্যবহার করবেন? পেঁয়াজের পেস্ট বানাতে হবে না এক্ষেত্রে। শুধু পেঁয়াজ গুলো টুকরো টুকরো করে কেটে নিন। গ্যাসে একটি পাত্রে ১ লিটার জল ঢালুন, সাথে পেঁয়াজের টুকরো জলে ফেলে দিন।
১০ মিনিট ভালো করে জল ও পেঁয়াজের টুকরো গুলো ফুটিয়ে নিন। এবার গ্যাস অফ করে ঠাণ্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন। জল ঠাণ্ডা হয়ে গেলে পেঁয়াজের জল ছেঁকে নিন। সপ্তাহে দুবার করে এই জল দিয়ে চুল ধোবেন শ্যাম্পু করার পর।
ভালোফল পেতে এই জল দিয়ে মাথা ধোবার পর শ্যাম্পু করবেন না সাথে সাথে। পরের দিন করবেন।
কিন্তু যদি পেঁয়াজের গন্ধ সহ্য না হয় তাহলে এক ঘণ্টা রাখার পর ভালো করে শ্যাম্পু করতে পারেন।
কিভাবে করবেন দেখে নিন ভিডিওতে